মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।
অভিযানে হোটেলে পঁচা ও বাসি খাবার পরিবেশন এবং অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগে ঢাকা মিষ্টিমুখ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। অভিযানে সহযোগিতা করেন গজারিয়া থানার পুলিশ।
রাজনীতি: এলডিপির এককভাবে নির্বাচনের ঘোষণা