নোয়াখালীর চাটখিলে নিজের পিক-আপের নিচে চাপা পড়ে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে চাটখিল পৌরসভার ৭নং ওয়ার্ডের বাড়ি বাড়ির ব্রীজ সংলগ্ন স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (২৫) ছয়ানী টবগা ছাড়া মোল্লা বাড়ির লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল ইসলাম গতকাল মঙ্গলবার দুপুরে দশানী টবগা বাড়ি বাড়ির ব্রীজ সংলগ্ন স্থানে নিজের পিক-আপ গাড়িটি চালু রেখে নিচে নেমে আসে। এর কিছুক্ষণ পর পিক-আপটি ব্রীজ থেকে নিচে নামতে দেখে রবিউল গাড়ির সামনে গিয়ে ধাক্কা দিয়ে পিক-আপটি থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সুবল পাল তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাজনীতি: এলডিপির এককভাবে নির্বাচনের ঘোষণা