দেশের ব্যাস্ততম রাজবাড়ীর দৌলতদিয়া- মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে দীর্ঘ ৫ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডিব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যলয়ের সহ-ব্যবস্হাপক নুর আহাম্মেদ মিয়া। তিনি জানান, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে বুধবার, (২৪ ডিসেম্বর ২০২৫) বেলা ১১ টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. সালাউদ্দিন জানান, গতকাল মঙ্গলবার রাতে সন্ধ্যার নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। বুধবার, ভোর ৬টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথ ঢেকে যায়। এতেকরে নৌপথের মার্কিং বাতি গুলো পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ে। এসময় যে কোন ধরনের নৌ দূর্ঘটনা এড়াতে ফেরি সহ সকল ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
রাজনীতি: এলডিপির এককভাবে নির্বাচনের ঘোষণা