image
গজারিয়া (মুন্সীগঞ্জ): সড়কটি ধুলাবালিতে ঢেকে গেছে -সংবাদ

সড়ক সংস্কার কাজ দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়ায় দুর্ভোগে মানুষ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাঁও এফ আর এ বালুচর ভায়া নয়ানগর নামের প্রকল্পের গুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজ ও গাইডওয়াল নির্মাণ কাজ দীর্ঘদিনেও সম্পন্ন না হওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন গজারিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ সরেজমিনে গিয়ে ও ভুক্তভোগী এলাকাবাসী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, নয়ানগর, নয়ানগর আদর্শ গ্রাম, বালুরচরসহ কয়েকটি গ্রামের হাজারো মানুষের নিত্যদিনের চলাচলের একমাত্র পথ ওই সড়কটি।

প্রতিদিন এ পথ দিয়ে সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে সংস্কারকাজ অসম্পূর্ণ থাকায় সড়কটি এখন ধুলাবালিতে ঢেকে গেছে।

ফলে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং যাত্রী, চালকসহ সাধারণ মানুষকে প্রতিদিনই চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

গজারিয়া উপজেলা প্রকৌশল কার্যালয়(এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে বাঁশগাঁও এফ আর এ বালুচর ভায়া নয়ানগর সড়কের ৭শ’ মিটার পিচ ঢালা সড়কের সংস্ককার ও গাইডওয়াল নির্মাণ প্রকল্পের জন্য ১ কোটি ৭৯ লাখ টাকা ব্যয় ধরা হয়। কাজটির কার্যাদেশ পেয়েছে জাকাউল্লাহ এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কার্যাদেশের শর্তানুযায়ী ২০২৪ সালের জুলাই মাসে কাজ শুরু হয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পর অতিরিক্ত দশ মাস পার হলেও রাস্তা সংস্কার কাজ ও গাইডওয়াল নির্মাণ কাজের কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ স্হানীয়দের।

রাস্তার পাশের দোকান মালিকরা জানান, প্রায় এক বছর ধরে রাস্তার ওপর ইটের খোয়া ফেলে রাখলে কোন অগ্রগতি নেই কাজের, ফলে রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের ব্যবসা প্রায় বন্ধের উপক্রম হয়েছে।

কলেজ শিক্ষার্থী হোসনেয়ারা সিদ্দিকী ও হিমা সুলতানা বলেন, রাস্তার এমন অবস্থা যে চলাচলে রিকশা- সিএনজি চড়লে দুর্ঘটনার আশঙ্খা ও শরীর ব্যাথা হয়ে, শীত মৌসুমে রাস্তায় দেয়া খোয়ার ধুলো ও বালুর জন্য হেঁটেও চলাচলও কষ্টকর। ওই রাস্তাটির মিয়া বাড়ি সংলগ্ন একটি বেইলী সেতু ঝুঁকিপূর্ন অবস্হায় রয়েছে।

ব্যাটারী চালিত অটোরিকসার এক চালক জানালেন, বেইলী সেতুটি এতোটাই নড়বড়ে ঝুঁকিপূর্ণ এটি অতিক্রমের সময় দোয়া দরূপ পড়ি।

দ্রুত এই সমস্যার সমাধান দাবী করেন ভুক্তভোগীরা।

নয়ানগর গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও আরিফ হোসেন বলেন, এই সড়ক দিয়ে কয়েকটি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন যাতায়াত করে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবে কাজ বন্ধ থাকায় মানুষকে অসহনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

ঠিকাদার প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্টারপ্রাইজের সঙ্গে যোগাযোগ করলে তাদের একজন প্রতিনিধি নাম প্রকাশ না করে জানান, রাস্তা সংস্কার ও গাইডওয়াল নির্মাণ কাজ মোস্তফা নামে একজনকে সাবে দেয়া হয়েছে।

এ বিষয়ে এলজিইডির গজারিয়া উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রায়হান ফারুক জানান, জাকাউল্লাহ এন্টারপ্রাইজ চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় সময় বৃদ্ধি করা হয়েছে। কত দিন বা মাস সময় বৃদ্ধি করেছে তা জানাতে পারেননি ওই কর্মকর্তা!

‘সারাদেশ’ : আরও খবর

» লালমোহনে ইয়াবাসহ আটক ১

সম্প্রতি