রাজশাহী ১ বিজিবি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) র তালাইমারী বিওপি টহলদল গত মঙ্গলবার দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মতিহার থানার পারহাউজ স্থান দিয়ে মাদক পাচারের জন্য রিক্সাসহ ওতপেতে বসে আছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে তাৎক্ষনিক টহলদল ঘটনাস্থালে হানা দিলে রিক্সা ফেলে কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়। সে চারঘাট থানার মীরকামারী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে মো. সিরাজুল ইসলাম (৩৩)। আটককের সময় তার রিক্সা তল্লাশী করে সিটের নীচে মোড়ানো একটি পলিথিনের ব্যাগ থেকে .২শত৫০ গ্রাম গাঁজা জব্দ করে। জব্দকৃত গাঁজা ও রিক্সা মতিহার থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীণ আছে আছে বলে বিজিবির সহকারী পরিচালক মো. সোহাগ মিলন জানান।
এছাড়াও তিনি জানান, রাজশাহী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে নিষিদ্ধ ভারতীয় MONOGOLD BRONCOF-C কাশির সিরাপসহ ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে। গত বুধবার দিনগত রাতে রাজশাহী ব্যাটালিয়ান (১ বিজিবি) এর সোনাইকান্দি বিওপি গোপন সংবাদ ভিত্তিতে দামকুড়া থানার সোনাইকান্দি পদ্মারচরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে নৌকা আটক করে তল্লাশী চালিয়ে ২টি প্লাষ্টিক বস্তা থেকে ১শত ৯৩ বোতল ভারতীয় MONOGOLD কফ সিরাপ, ৫ বোতল BRONCOF-C কাশির সিরাপসহ ইঞ্জিন চালিত নৌকা আটক করেছে। আটককৃত ভারতীয় MONOGOLD কফ সিরাপ,BRONCOF-C কাশির সিরাপসহ ইঞ্জিন চালিত নৌকা দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান।
সারাদেশ: নরসিংদীতে গাঁজাসহ আটক ৪
সারাদেশ: সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ: তারাগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার