image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ড. রেদোয়ানের নেতৃত্বে এলডিপি’র নেতাকর্মীর বিএনপি’তে যোগদান

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

বিএনপি’তে যোগদান করেছেন এলডিপি’র মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। গতকাল বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সন এর গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপিতে যোগদেন তিনি। এর মধ্য দিয়ে কুমিল্লা উত্তর জেলা, চান্দিনা উপজেলা, পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন এলডিপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৮ হাজারেরও বেশি নেতাকর্মী এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগদান করেন। এর আগে তিনি নিজ নির্বাচনী এলাকা কুমিল্লা-৭ (চান্দিনা) এর রেদোয়ান আহমেদ কলেজ মিলনায়তনে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপি নেতাকর্মীদের সাথে ভিডিও কনফান্সের মাধ্যমে জরুরী বৈঠক করেন। বৈঠকে সর্ব সম্মতিক্রমে বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি’র মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে বিএনপিতে গ্রহণ করেন।

সন্ধ্যায় চান্দিনায় কর্মরত সাংবাদিকদের এসব তথ্য জানান বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। তিনি আরও জানান, তার নেতৃত্বে এলডিপি’র কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ আবুল কাশেম, একেএম শামসুল হক মাস্টার, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু তাহের সহ সারাদেশের বিভিন্ন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের ১০ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।

এদিকে বিএনপিতে যোগদানের পর তার নির্বাচনী এলাকা চান্দিনায় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ সহ ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

সম্প্রতি