image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

খুলনায় ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকরা। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এই মানববন্ধন করা হয়।

ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক হত্যা, নির্যাতনের কথা তুলে ধরে বিশেষ করে সাংবাদিক দম্পতি সাগর রুনি থেকে সবশেষ খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ সকল সাংবাদিক হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে সব হত্যা ও নির্যাতনের ন্যায় বিচারের দাবি করা হয় মানববন্ধনে। এতে অংশ নেয়া সাংবাদিকরা গত বছরের ৫ আগষ্টের পর দেশের পটপরিবর্তনে গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করে প্রথমআলো ও ডেইলি স্টারে হামলার ভাংচুর এবং আগুন দেয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, উপজেলা প্রেস ক্লাব, প্রেস ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি