নরসিংদীতে যাত্রী বেশে সিএনজি চালিত অটোরিকশায় বহন করা হচ্ছিল গাঁজা। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি চেক পোস্ট বসিয়ে চার মাদক কারবারিকে আটক সহ উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা।বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
আটকৃতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শ্রীনগর গ্রামের মৃত মিজাম উদ্দিনের ছেলে ইমতিয়াজ আহমেদ ওরফে রাজন (২৪), একই গ্রামের শুক্কুর মিয়ার ছেলে পাভেল (২৫) ও আমির হোসেনের ছেলে জীবন (২৪) এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামের কাউসার খানের স্ত্রী মনোয়ারা বেগম (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোবারক হোসেনের নেতৃত্বে ডিবির একটি দল শিবপুর উপজেলার শাষপুর (ইটাখোলা) নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কের ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশার ভিতর থেকে কৌশলে লুকানো অবস্থায় ১৪ (চৌদ্দ) কেজি গাঁজা উদ্ধার সহ চার মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন।
এবিষয়ে শিবপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
সারাদেশ: নরসিংদীতে গাঁজাসহ আটক ৪
সারাদেশ: সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ: তারাগঞ্জে গলাকাটা মরদেহ উদ্ধার