বরগুনার বেতাগী উপজেলায় সাম্প্রতিক সময়ে জ্বালানি হিসেবে গোবর পোড়ানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। রান্নার গ্যাস ও জ্বালানি কাঠের দাম বৃদ্ধি, পাশাপাশি জ্বালানির সংকটের কারণে অনেক গ্রামীণ পরিবার বাধ্য হয়ে শুকনো গোবর জ্বালানি হিসেবে ব্যবহার করছে। এতে একদিকে যেমন তাৎক্ষণিক রান্নার চাহিদা মিটছে, অন্যদিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকদের বহুল ব্যবহৃত প্রাকৃতিক জৈবসার। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে গোবর জমিতে প্রয়োগ করে ফসলের উৎপাদন বাড়ানো হতো। গোবর ব্যবহারে মাটির উর্বরতা বৃদ্ধি পেত, জমিতে জৈব উপাদানের ঘাটতি পূরণ হতো এবং রাসায়নিক সারের ওপর নির্ভরতা কম ছিল। কিন্তু বর্তমানে সেই গোবরই চুলার জ্বালানি হয়ে যাচ্ছে। ফলে জমিতে জৈবসারের অভাব দেখা দিচ্ছে এবং ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষকরা। বেতাগী সদরসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলো ঘুরে দেখা গেছে, বাড়ির আঙিনায় ও খোলা জায়গায় গোবর শুকিয়ে জ্বালানি হিসেবে মজুত করা হচ্ছে। অনেক পরিবার জানান, এলপিজি গ্যাসের দাম বেশি হওয়ায় নিয়মিত কিনতে পারছেন না। আবার জ্বালানি কাঠের সংকটও রয়েছে। এ অবস্থায় গোবরই তাদের জন্য সহজলভ্য জ্বালানি হয়ে উঠেছে।
বেতাগী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ঢালীকান্দা গ্রামের কৃষক ভবরঞ্জন ঢালী বলেন,’ গোবর পোড়ালে শুধু কৃষিই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পরিবেশের ওপরও এর বিরূপ প্রভাব পড়ছে। গোবর পোড়ানোর ফলে কার্বন নির্গমন বাড়ছে এবং মাটির প্রাকৃতিক পুষ্টি উপাদান নষ্ট হচ্ছে। দীর্ঘমেয়াদে এর ফলে জমির উর্বরতা কমে যেতে পারে, যা খাদ্য উৎপাদনের জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে স্থানীয় বেতাগী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কৃষক স্বপন মোল্লা বলেন, “আগে গোবর জমিতে দিতাম, ধান আর সবজির ফলন ভালো হতো। এখন বাধ্য হয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এতে ভবিষ্যতে জমি কীভাবে চাষ করব, তা নিয়ে চিন্তায় আছি।”
উপজেলা কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম বলেন, কৃষকদের সচেতন করা জরুরি। বিকল্প জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং জৈবসার সংরক্ষণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও কম খরচে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিলে এই সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর উদ্যোগ না নিলে বেতাগীসহ আশপাশের কৃষিনির্ভর এলাকায় মাটির স্বাস্থ্য ও কৃষি উৎপাদন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। তাই জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি কৃষির স্বার্থে জৈবসার রক্ষায় দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।
সারাদেশ: বোয়ালখালীতে ইউনিয়ন ভূমি অফিসে চুরি
সারাদেশ: নোয়াখালীতে ১০ নারীকে সম্মাননা প্রদান
সারাদেশ: শীতার্তদের মাঝে কম্বল বিতরণ