image
ছবি: সংগৃহীত

চাটখিলে সন্ত্রাসী হামলায় আহত ২ গ্রেপ্তার ২

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী)

চাটখিল উপজেলার পাল্লা বাজার বড় মসজিদের পাসে সন্ত্রাসী হামলায় লক্ষণপুর গ্রামের আবুল কালামের ছেলে মনির হোসেন পাটোয়ারী (৪৪) এবং তার ভাই সাংবাদিক ফরিদ (৩৫) গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে। পরে স্থানীয় জনতা মনির ও ফরিদ কে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় উত্তেজিত জনতা আওয়ামীলীগ নেতা আবু তাহের (৬০) ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা নাহিদ হাসান বাবু (৩২) কে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মনির হোসেন পাটোয়ারী বাদী হয়ে বুধবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, মনির হোসেন পাটোয়ারী ঢাকা যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়ে পাল্লা বাজার বড় মসজিদের পাসে আসলে স্থানীয় কয়েকজনের সাথে আলাপ-আলোচনাকালে পূর্ব শত্রুতার জের ধরে নাহিদ হাছান বাবু (৩২) নিরব (২৫) আবু তাহের (৬০) তাজুল ইসলাম (৫৫) সেন্টু (৩০) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা করে তাদেরকে গুরুতর আহত করে চলে যায়। এ সময় দুইজনকে উত্তেজিত জনতা আটক করে থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন থানায় মামলা হয়েছে, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্প্রতি