image
ছবি: সংগৃহীত

নবীগঞ্জে কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থানে পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রাম ও একই ইউনিয়নের পুরুষোত্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর শিশুদের ওপর হামলা চালায়। এতে জান্নাত (৭), সৌমি (২), অভিক দাস (২), ইব্রাহিম (৬) এবং সাদিয়া (১৩) আহত হয়।

আহত শিশুদের পরিবারের সদস্যরা দ্রুত তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিরাপ জব্দ, আটক ১

» সাঘাটায় কাবিখা প্রকল্পের মাধ্যমে শিমুল তাইড় কবরস্থানে মাটিভরাট কাজ সম্পন্ন

সম্প্রতি