image
ছবি: সংগৃহীত

ভারতীয় ৪৭ বান্ডেল কাপড় জব্দ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর)

দেওয়ানগঞ্জের ঝাউডাংগা বিওপি (বর্ডার আউট পোস্ট) সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়ি থেকে ৪৭ বান্ডেল ভারতীয় থান কাপড় জব্দ করেছে। গতকাল বুধবার সকালে। ক্যাম্প কমান্ডার সুবেদার ফরমান আলী বলেন, সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পিকাপটি উত্তর রহিমপুরের প্রধান সড়কে আটক করা হয়। এবং ১১৩০ টাস্ক ফোর্সের উপস্থিতিতে মালামাল জব্দ করা হয় । টাস্ক ফোর্স পরিচালনা করেন উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ সদস্য, বিজিবি সদস্য, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পিকআপ গাড়িটি তল্লাশি করে ৪৭ ভান্ডেল (পাঁচ হাজার এক শত একত্রিশ মিটার) ভারতীয় থান কাপড় জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।

তিনি আরো জানান, রৌমারি উপজেলা থেকে পিকআপ গাড়িটি লোড হয়েছে। চালান কপির তথ্য মতে জব্দকৃত কাপড় গুলো কলকাতা মহাত্মা গান্ধী রোড থেকে এসেছে। জব্দকৃত কাপড়গুলো কাস্টমসে পাঠানো হবে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিরাপ জব্দ, আটক ১

» সাঘাটায় কাবিখা প্রকল্পের মাধ্যমে শিমুল তাইড় কবরস্থানে মাটিভরাট কাজ সম্পন্ন

সম্প্রতি