image
ছবি: সংগৃহীত

রাউজানে ইটবাহী চাঁদেরগাড়ির ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে ইটবাহী অবৈধ চাঁদেরগাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ধাক্কায় মো.জাবেদ আলম (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইয়াছিন নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নিকটে ইয়াছিন শাহ সড়কে এ ঘটনা ঘটে। নিহত জাবেদ ওই গ্রামের বশরত আলী সারাং বাড়ির প্রবাসী মো. হোসেনের ছেলে এবং হযরত ইয়াসিন শাহ পাবলিক কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি নামের একটি ধর্মীয় সংগঠনের স্থানীয় শাখার দপ্তর সম্পাদক। এলাকায় ভাল খেলোয়াড় হিসেবেও তার পরিচিতি রয়েছে।

মো.হাসেম নামের স্থানীয় একজন জানান, সকাল থেকে একটি মাহফিলের জন্য এলাকা থেকে টাকা তুলেন জাবেদ। পরে স্থানীয় দায়েরা শাখার মাহফিলে যাওয়ার পথে উল্লেখিত স্থানে ইটবাহী চাঁদের গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দিলে সে ছিটকে গাড়িটির নিচে চাপা পড়ে। আমাকে একটি সিএনজি চালক খবর দিলে দৌঁড়ে যাই। স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তারপরও পরিবারের লোকজনের অনুরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে তার প্রাণহীন দেহ নিয়ে বাড়ি ফিরি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

» সিরাপ জব্দ, আটক ১

» সাঘাটায় কাবিখা প্রকল্পের মাধ্যমে শিমুল তাইড় কবরস্থানে মাটিভরাট কাজ সম্পন্ন

সম্প্রতি