image
ছবি: সংগৃহীত

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, চাঁপাইনবাবগঞ্জ

দেশের জন্য, মানুষের পাশে এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবছরও অসহায়, দুঃস্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর মোড়ে এরফান গ্রুপের চালমিল প্রাঙ্গণে ১ হাজার কম্বল বিতরণ করেন  এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব আলম সিআইপি। এসময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম,  সিনিয়র ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম, এরফান গ্রুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজসেবক আব্দুস সামাদ লাট্টু মড়লসহ এরফান গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ। কম্বল বিতরণ পূর্বে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মাহবুব আলম বলেন, দীর্ঘদিন থেকেই এরফান গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা, খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করে আসছিলেন আমার পিতা মরহুম এরফান আলী। তার পদাঙ্ক অনুসরণ করে একইভাবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কাজ করে যাবো ইনশাল্লাহ। পরে, দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং এরফান গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরফান আলীর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» মহেশপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

» সিরাপ জব্দ, আটক ১

» সাঘাটায় কাবিখা প্রকল্পের মাধ্যমে শিমুল তাইড় কবরস্থানে মাটিভরাট কাজ সম্পন্ন

সম্প্রতি