নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন সঠিকভাবে মা এর দায়িত্ব পালন করায় ১০ জন আদর্শ মা কে সম্মান প্রদান করেছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার দুপুরে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের দেওটি আঞ্চলিক কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের হাজেরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা, ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া, সোমপাড়া কলেজের প্রভাষক শাহনাজ আক্তার, বালিয়াধর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা আক্তার, ফাউন্ডেশনের যুব প্রতিনিধি ডাঃ জান্নাতুর নূর, ডাঃ জান্নাতুল নাঈম।
সভা শেষে ১০ জন আদর্শ মা কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক নোয়াখালী-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ জহিরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে “নারীর মর্যাদা ও ক্ষমতায়ন এক নতুন দিগন্তের সূচনা করে” ওমেন্স ওয়েলফেয়ার ক্লাব নামে একটি সংগঠনের উদ্বোধন করা হয়। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে দুপুরে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
অর্থ-বাণিজ্য: হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি অনেক বেড়েছে
অর্থ-বাণিজ্য: ইজিসিবির শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৪ শতাংশ বৃদ্ধি