চট্টগ্রামের বোয়ালখালীতে আমুচিয়া ইউনিয়ন ভূমি অফিসের ভেন্টিলেটর ভেঙে কক্ষে প্রবেশ করে ১টি মনিটর, ডেক্সটপের হার্ডডিস্ক ও সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) নিয়ে গেছে চোরের দল।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে অফিসের কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনা জানতে পারেন।
আমুচিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দেব বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে অফিস শেষ করে কক্ষ তালাবদ্ধ করা হয়েছিল। আজ বুধবার সকালে অফিস খুলে দেখতে পাই ভেন্টিলেটর ভাঙা, কাগজপত্র এলোমেলো। চোরের দল ১টি মনিটর, ১টি সিসিটিভি ক্যামেরার ডিভিআর ও ডেক্সটপের হার্ডডিক্স খুলে নিয়ে গেছে। অফিসের কোনো নথি খোয়া যায়নি।
সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অর্থ-বাণিজ্য: ইজিসিবির শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ ঘোষণা
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৩.৪ শতাংশ বৃদ্ধি