image
ছবি: সংগৃহীত

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ডাকাতি, মোবাইল ও টাকা লুট

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ৮/১০ জনের আন্তঃজেলা ডাকাতদল গতকাল বুধবার দিবাগত রাতে মহাসড়কের পিরোজপুর এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসটিতে হামলা চালিয়ে ড্রাইভার ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকা লুটে নিয়ে যায়।

ডাকাতের কবলে পড়া মাইক্রোবাসের চালক দৌলত খাঁন জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাড়িয়া গ্রামে তার বাড়ি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা থেকে ১০ জন বিএনপির নেতাকর্মী তার মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসটি রাত ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা অতিক্রমকালে হালকা জ্যামে পড়েন। এসময় ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড, চাকু ও চাইনিজ কুড়াল নিয়ে গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভাংচুর করে অস্ত্রের মুখে জিম্মি করে সবার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, ঘড়ি লুটে নিয়ে দৌড়ে চলে যায়। ডাকাতদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। এদের কারো কারো মুখ বাঁধা ছিল। পরে ঢাকাগামী যাত্রীরা অন্য গাড়ি নিয়ে চলে যায়। এসময় স্থানীয়দের মাধ্যম্যে থানা পুলিশে খবর দিলে দীর্ঘক্ষণেও পুলিশ না আসায় নিরাপত্তার কথা ভেবে গাড়ি নিয়ে কুমিল্লায় ফিরে যান। এই বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহকে ফোন করলে তিনি রিসিভ করেননি ও তদন্ত ওসি রাশেদুল হাসানকে ফোন করলে তিনি লাইন কেটে দেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মহেশপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

» সিরাপ জব্দ, আটক ১

» সাঘাটায় কাবিখা প্রকল্পের মাধ্যমে শিমুল তাইড় কবরস্থানে মাটিভরাট কাজ সম্পন্ন

সম্প্রতি