সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ডাকাতি, মোবাইল ও টাকা লুট

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ৮/১০ জনের আন্তঃজেলা ডাকাতদল গতকাল বুধবার রাতে মহাসড়কের পিরোজপুর এলাকায় ঢাকাগামী মাইক্রোবাসে হামলা চালিয়ে ড্রাইভার ও যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকা লুট করে নিয়ে যায়।

ডাকাতের কবলে পড়া মাইক্রোবাসের চালক দৌলত খাঁন জানান, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন বাড়িয়া গ্রামে তার বাড়ি। বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে ঢাকা যাওয়ার উদ্দেশে কুমিল্লা থেকে ১০ জন বিএনপির নেতাকর্মী তার মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৯-৫২৩০) ভাড়া করেন। মাইক্রোবাসটি রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকা অতিক্রমকালে হালকা জ্যামে পড়েন। এ সময় ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, লোহার রড, চাকু ও চাইনিজ কুড়াল নিয়ে গাড়ির সামনের ও পেছনের গ্লাস ভাঙচুর করে অস্ত্রের মুখে জিম্মি করে সবার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ, ঘড়ি লুটে নিয়ে দৌড়ে চলে যায়। ডাকাতদের বয়স ২০-৩৫ বছরের মধ্যে হবে। এদের কারও কারও মুখ বাধা ছিল। পরে ঢাকাগামী যাত্রীরা অন্য গাড়ি নিয়ে চলে যায়। এ সময় স্থানীয়দের মাধ্যমে পুলিশে খবর দিলে দীর্ঘক্ষণও পুলিশ না আসায় নিরাপত্তার কথা ভেবে ড্রাইভার গাড়ি নিয়ে কুমিল্লায় ফিরে যান। এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. মহিবুল্লাহকে ফোন করলে তিনি রিসিভ করেননি ও তদন্ত ওসি রাশেদুল হাসানকে ফোন করলে তিনি লাইন কেটে দেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলাধীন কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত (বিশেষ করে পিরোজপুর ইউনিয়ন পরিষদ থেকে আষাঢ়ীয়ারচর ব্রিজ) বিভিন্ন যাত্রী ও পণ্যবাহী পরিবহনে ডাকাতি করে আসছে আন্তঃ জেলা ডাকাত দলের কয়েকটি গ্রুপ। এর মধ্যে পিরোজপুর, দাইপাড়া, চেঙ্গাকান্দী, জৈনপুর, ইসলামপুর, ঝাউচর, ও রতনপুরসহ আশপাশের আরও কয়েকটি গ্রামের বেশ কয়েকজন ডাকাত মিলে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মহাসড়কে যানবাহন থামিয়ে হামলা করে স্বর্ণালঙ্কার, টাকা, মোবাইলসহ মালামাল লুটে নেয়।

‘সারাদেশ’ : আরও খবর

» সারাদেশে ঘন কুয়াশার আভাস, ব্যাহত হতে পারে সড়ক-নৌ যোগাযোগ

» সাগরে বিপুল পরিমাণ সিমেন্ট ও বাংলাদেশি পণ্যসহ ২২ পাচারকারী আটক

» বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

» নোয়াখালীতে চর দখলের সংঘর্ষে নিহত আরেকজনের মরদেহ উদ্ধার

» ধূমপান নিয়ন্ত্রণ অধ্যাদেশের অনুমোদন: ই-সিগারেট নিষিদ্ধের প্রস্তাব

সম্প্রতি