image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

দুমকিতে অটো-ট্রলি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী-বাউফল মহাসড়কের রাজাখালীর পিছাখালী ব্রিজের পূর্ব পাশে সিমেন্ট বোঝাই ট্রলি - অটোবাইক সংঘর্ষে অটোবাইক যাত্রী রবিউল (৪) ও ইব্রাহীম (৫৫) নামের ২ যাত্রী নিহত ও অপর ২ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সুমন সর্দার (২৫), আবদুল কাদের (৫০)। শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিশু রবিউলের বাড়ি বাউফল উপজেলার ঝিলনা এবং ইব্রাহীমের গ্রামের বড়ি কলতা এলাকায়।স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতির একটি ট্রলির সাথে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইক উল্টে গেলে শিশুসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি