image

বগুড়া-০৪ আসনে ধানের শীষে চূড়ান্ত মনোনয়ন পেলেন মোশারফ

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালুনন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে তাঁকে এই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আলহাজ্ব মোশারফ হোসেন বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি কাহালু ও নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। দলের দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে ছিলেন আলহাজ্ব মোশারফ হোসেন। তাঁর এই ধারাবাহিক রাজনৈতিক ভূমিকা ও জনসম্পৃক্ততার কারণেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে তাঁকেই আবারও বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আমি কাহালু-নন্দীগ্রামবাসীর কল্যাণে রাজনীতিতে এসেছি। বিএনপি আমাকে একাধিকবার মনোনয়ন দিয়ে যে আস্থা রেখেছে, তার জন্য আমি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করে আসছি। ইনশাআল্লাহ, আগামী দিনেও কাহালু ও নন্দীগ্রাম উপজেলার সার্বিক উন্নয়নে শতভাগ আন্তরিকতা নিয়ে কাজ করব। আমি বিশ্বাস করি, এলাকার মানুষ আবারও বিপুল ভোটে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করবেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি