image

দোয়ারাবাজারে রাতের আঁধারে খড়ের গাদায় আগুন

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ০১নং বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অগ্নিসংযোগে এক কৃষকের খড়ের গাদা (ক্ষেরের পাড়া) সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি গোয়ালঘরের একাংশও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খড়ের বাজার মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিকল্পিতভাবে খড়ের গাদায় একের পর এক অগ্নিসংযোগের ঘটনা ঘটছে বলে আশঙ্কা করছেন কৃষকরা। ফলে রাতে নির্ঘুম সময় কাটাচ্ছেন অনেক কৃষক। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় রাতের পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীরা জানান, শীতের রাতে গ্রামের মানুষ সাধারণত আগেভাগেই ঘুমিয়ে পড়েন এবং ফজরের আজানের পরপরই কাজে নেমে পড়েন। এই সুযোগ কাজে লাগিয়েই দুর্বৃত্তরা খড়ের গাদায় আগুন দিচ্ছে বলে তাদের ধারণা।

ভুক্তভোগী কৃষক পেকপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র মো. আনোয়ার হোসেন জানান, তার প্রায় ৪ কেদার জমির খড়ের গাদা ছিল, যা আগুনে পুড়ে যায়। এতে তার আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার চাচা আব্দুর রহিম ও চাচি আমেনা খাতুন চিৎকার করে জানালে দেখা যায়, বাড়ির পূর্ব পাশে অবস্থিত খড়ের গাদায় আগুন জ্বলছে।

পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজন লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখলেও অন্ধকারের কারণে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। এতে গোয়ালঘরের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি