সরকারি টিসিবির চাল, ডাল ও তেল সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সাবিনা (৪০) নামের এক নারী। গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল ওয়াপদা বাঁধ এলাকায় মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বুধবার আনুমানিক ২ টার দিকে সাঘাটা-চিনিরপটল ওয়াপদা বাঁধ সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে অটোভ্যানের যাত্রী সাবিনা ঘটনাস্থলেই গুরুতর আহত হন। একই ঘটনায় মোটরসাইকেল আরোহী মাহমুদুল ইসলাম (আশা এনজিওর কর্মী) মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাবিনা হাসপাতালে পৌঁছানোর কয়েক মিনিট আগেই মারা যান।
নিহত সাবিনা চিনিরপটল এলাকার শাহ আলমের স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, তিনি টিসিবির আওতায় স্বল্পমূল্যে চাল, ডাল ও তেল সংগ্রহের জন্য ঘুড়িদহ ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। অপরদিকে আহত মোটরসাইকেল চালক মাহমুদুল ইসলাম চিনিরপটল এলাকায় কিস্তির টাকা আদায়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে তাঁর সহকর্মীরা জানিয়েছেন। চিকিৎসকরা জানান, মোটরসাইকেল আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে একজন নারীর প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সারাদেশ: জয়পুরহাটে মাদক কারবারি গ্রেপ্তার
সারাদেশ: পাঁচবিবিতে শীতার্তদের কম্বল বিতরণ
সারাদেশ: চুনারুঘাটে দুইমণ গাঁজাসহ গ্রেপ্তার ১