নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডে দিনমজুরের বসতঘরে অগ্নিকান্ডের ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মিন্টু মিয়া পেশায় একজন দিনমজুর। তিনি আলহাজ্ব মো. জাকির হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরের আসবাবপত্র, ব্যবহার্য সামগ্রী ও ঘরের বেড়া আংশিক পুড়ে ছাই হয়ে যায়।
আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে মিন্টু মিয়া চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন এবং ছেলের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মিন্টু মিয়ার আনুমানিক ১ থেকে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. মনির হোসেন বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।” অগ্নিকান্ডে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সারাদেশ: জয়পুরহাটে মাদক কারবারি গ্রেপ্তার
সারাদেশ: পাঁচবিবিতে শীতার্তদের কম্বল বিতরণ
সারাদেশ: চুনারুঘাটে দুইমণ গাঁজাসহ গ্রেপ্তার ১