কুড়িগ্রামের উলিপুরে ৭শ ৪৭ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গত বুধবার বিকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের অর্থায়নে ও উলিপুর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরন করা হয়। গুনাইগাছ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুনাইগাছ ইউনিয়নের প্রশাসক কে এম মাসুদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ুন কবীর, ইউপি সদস্য আব্দুল্যা আল মামুন, সোলায়মান আলী, মতিয়ার রহমান শাহীন, সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগম, সৈয়দা তাহমিনা বেগম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক প্রমুখ। শীতবস্ত্র হিসাবে ৭শ ৪৭টি পরিবারকে ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মানকি ক্যাপ, ৪জোড়া মোজা, ৪ টি পেট্রোলিয়াম জেলি বিতরন করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, মুসলিম এইড ইউকে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতিকে শীতার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এই শীতবস্ত্র পেয়ে দরিদ্র শীতার্ত মানুষেরা তীব্র শীত হতে নিজেদের রক্ষা করতে পারবেন।
আন্তর্জাতিক: ভারতে বড়দিন উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলা
অর্থ-বাণিজ্য: অক্টোবরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে
অর্থ-বাণিজ্য: নন-লাইফ বিমা কোম্পানিগুলো এজেন্ট কমিশন দিতে পারবে না
অর্থ-বাণিজ্য: সবুজ কারখানায় রেকর্ড, সবচেয়ে বেশি বাংলাদেশে