নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসাইন (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় তার সঙ্গে থাকা ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার হোসাইন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মইজদীপুর গ্রামের পাঁচানি বাড়ির মৃত মো.আবুল হাসেমের ছেলে। গ্রেফতার হোসাইানকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি সংবাদকে নিশ্চিত করে বলেন, গত বুধবার রাতে চৌমুহনী শহরের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি নামক দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি টেকনো মুঠোফোন ও সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে মোটর সাইকেল চালককে আটক করে তল্লাশি করে তার সঙ্গে থাকা ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জানা গেছে, বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে মাদকের আগ্রাসন রোধে নোয়াখালী-ফেনী সড়কের চৌমুহনী বড়পোল সংলগ্ন মধুফুল বেকারির সামনে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নোয়াখালীগামী একাধিক বাসে তল্লাশি করেন। ওই সময় সড়কে একটি
আন্তর্জাতিক: ভারতে বড়দিন উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলা
অর্থ-বাণিজ্য: অক্টোবরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে
অর্থ-বাণিজ্য: নন-লাইফ বিমা কোম্পানিগুলো এজেন্ট কমিশন দিতে পারবে না
অর্থ-বাণিজ্য: সবুজ কারখানায় রেকর্ড, সবচেয়ে বেশি বাংলাদেশে