image
সংগৃহীত

দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার,(২৬ ডিসেম্বর ২০২৫) শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। নিরাপত্তার স্বার্থে ওই সময় ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি বিবেচনায় আজ সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে।

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে। ফেরি চলাচল শুরু হওয়ার পর ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে। এতে চালক, সহকারী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি