টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা রোডে অবস্থিত অপু নকশি কুটির টিম্বার এন্ড ডোর নামের একটি টিম্বার ও ডোর ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ১০টার দিকে দোকানটিতে আগুন লাগে।
এসময় খবর পেয়ে কালিহাতী ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের বিপুল পরিমাণ কাঠ, দরজা ও আসবাবপত্র পুড়ে যায়। কালিহাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ লাখ টাকা হলেও সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিক নিরঞ্জন ঘোষ দাবি করেন, আগুনে তার দোকানের মেশিন, প্রস্তুত ফার্নিচার, কাঠ ও টিনশেড ঘর পুড়ে গিয়ে প্রায় ৯৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে তার ব্যবসার প্রায় সবকিছু নষ্ট হয়ে গেছে বলে জানান তিনি।