image
ছবি: সংগৃহীত

মায়ানমারে ডিজেল ও সিমেন্ট পাচারের চেষ্টা: বোটসহ ১১ জনকে আটক, সিমেন্ট ও ডিজেল উদ্ধার

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
নিজস্ব বার্তা পরিবেশক

বঙ্গোপসাগরের কুতুবদিয়া বহিঃনোঙ্গর এলাকা দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে নৌ বাহিনীর এক হাজার লিটার ডিজেল ও ৬৫০ বস্তা সিমেন্ট ও একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে। গত শুক্রবার তাদের আটক করা হয় বলে গতকাল আইএসপিআর কর্তৃপক্ষ জানিয়েছেন।

আইএসপিআর কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি পাচারকারী চক্র ইঞ্জিনচালিত বোটের মাধ্যমে সমুদ্র পথে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে তারা মায়ানমারে সিমেন্ট পাচার করছে।

নৌবাহিনী এ গোপন খবরের ভিত্তিতে, সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে। এ সময় বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর হতে ৪২ মাইল অদূরে সন্দেহজনক মাছ ধরার একটি বোট শনাক্ত করে।

নৌ বাহিনীর জাহাজ বোটটিকে থামাতে সংকেত দিলে বোট গতি পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। তখন নৌ বাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ ধাওয়া করে বোটটিকে আটক করে।

আটককৃত বোটটি তল্লাশি করে ডিজেল ও ডায়মন্ড সিমেন্ট জব্দ করেছে। ওই সময় চোরাকারবারির সঙ্গে জড়িত সন্দেহভাজন ১১ জনকে আটক করে।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে বলেছে, অধিক মুনাফা লাভের আশায় তারা ডিজেল ও সিমেন্ট পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস, মাদক চোরাচালানী ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌ বাহিনীর অভিযান টহল কার্যক্রম অব্যাহত আছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি