image
ছবি: সংগৃহীত

কালকিনিতে মাদ্রাসার কর্তৃপক্ষ ও স্থানীয় দ্বন্দ্বে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বন্ধ, এলাকায় ক্ষোভ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান গত বৃহস্পতিবার ও শততম ওয়াজ মাহফিলের অনুষ্ঠান গতকাল শুক্রবার একেই মঞ্চে হওয়া কথা থাকলও মাদ্রাসা ও স্থানীয় দ্বন্দ্বের কারনে অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেছেন প্রশাসন। জানা গেছে, প্রশাসন আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় উক্ত অনুষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন । তবে মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বন্ধ হওয়ার কারনে একই মঞ্চে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শত’তম বার্ষিক ওয়াজ মাহফিলও বন্ধ রাখার ঘোষণা প্রদান করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। অপরদিকে ওই শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানের দুটি অনুষ্ঠান বন্ধ হওয়ায় স্থানীয় জনসাধারণ ও সচেতন মহলের মাঝে এখন চরম ক্ষোভ বিরাজ করছে। শনিবার, (২৭ ডিসেম্বর ২০২৫) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

প্রশাসন, মাদ্রাসা ও এলাকা সূত্রে জানা গেছে, বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা ইসলামীয়া ফাজিল মাদ্রাসার একই মঞ্চে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও শত’তম বার্ষিক ওয়াজ মাহফিল করার উদ্যোগ নেন মাদ্রাসা কর্তৃপক্ষ। পরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেন স্থানীয় বেশ কিছু লোকজন। ওই অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় উক্ত অনুষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করেন প্রশাসন। এদিকে একই মঞ্চে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শুক্রবার (২৬ ডিসেম্বর) শত’তম বার্ষিক ওয়াজ মাহফিলও বন্ধ রাখার ঘোষণা প্রদান করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে করে ওই শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠানের দুটি অনুষ্ঠান বন্ধ হওয়ায় স্থানীয় জনসাধারণ ও সচেতন মহলের মাঝে এখন চরম ক্ষোভ বিরাজ করছে।

নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন জনসাধারণ ও সচেতন ব্যক্তি ক্ষোভের সঙ্গে বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় দ্বন্দ্বে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও শত’তম বার্ষিক ওয়াজ মাহফিল বন্ধ হয়ে গেছে। আমরা এটা আশা করিনি। তবে আমাদের এলাকায় এমন ঘটনা এই প্রথম হয়েছে।

অনুষ্ঠান বন্ধের পক্ষে লিখিত অভিযোগকারী প্রাপ্তন ছাত্র মজিবুর রহমান বলেন, আমরা মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের পক্ষে ছিলাম তবে মাদ্রাসা কর্তৃপক্ষকে বলা হয়েছিল আপনারা তারিখ চেঞ্জ করেন। তবে কর্তৃপক্ষ তারিখ চেঞ্জ করেন নাই। মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা ২০২৫ সালে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে থাকতে পারবে না, তাই আমরা কমিটির মিটিংয়ে ও বলেছিলাম ২০২৬ সালে সকলে মিলে প্রাপ্তন ছাত্র-ছাত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিতে অনুষ্ঠান করবো। কিন্তু মাদ্রাসার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কে উপেক্ষা করে অনুষ্ঠানে তারিখ ঘোষনা করেন। এতে এলাকায় অনুষ্ঠান ঘিরে উত্তেজনা বিরাজ করে। পরবর্তিতে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উক্ত অনুষ্ঠান বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রায় ২৫০ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ দেই। তবে আমরা শততম বার্ষিক ওয়াজ মাহফিল করার পক্ষে ছিলাম।

কিন্তু কেন মাহফিল বন্ধ করা হলো তা জানি না।

অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি বলেন, মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান নিয়ে মাদ্রাসার কর্তৃপক্ষ ও স্থানীদের মধ্য কিছুটা মতবিরোধ থাকলেও তা পরবর্তিতে মাদ্রাসার কর্তৃপক্ষ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাপ্তন ছাত্র-ছাত্রীসহ সকলের সম্মতিক্রমে মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও শততম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিলো। কিন্তু স্থানীয় কিছু ব্যক্তির লিখিত অভিযোগের কারনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বন্ধ করেন প্রশাসন। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে শত’তম ওয়াজ মাহফিলও বন্ধ করেন।

অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা এসএম শাহ আলম বলেন, প্রশাসনের নির্দেশনায় শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এবং মাদ্রাসা কর্তৃপক্ষের নির্দেশনায় শত’তম বার্ষিক ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন,স্নানঘাটা মাদ্রাসার শতবর্ষ উদযাপন অনুষ্ঠান টি ঘিরে এলাকার আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশংকা রয়েছে বলে স্থানীয়রা লিখিত অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি