ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর প্রেসক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার সকালে প্রেসক্লাবে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। দৈনিক নয়া দিগন্ত নাসিরনগর উপজেলা প্রতিনিধি মো. আছমত আলী সভাপতি এবং দৈনিক সংবাদ এর প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নব-গঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী পনি, দপ্তর সম্পাদ দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি ফয়সাল মোর্শেদ, কোষাধ্যক্ষ দৈনিক পেনব্রিজ প্রতিনিধি কুমার প্রদীপ। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছে, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি সুজিত কুমার চক্রবর্তী, দৈনিক সরোদ প্রতিনিধি আদেশ চন্দ্র দেব।