image

ঠাকুরগাঁওয়ে মাজার ও কবর ভাঙচুর

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় হযরত শাহ্ সত্যপীরের মাজার ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি কবর ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার,(২৭ ডিসেম্বর ২০২৫) রাতে সংঘটিত এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনও নিশ্চিত করতে না পারলেও চরম উগ্রপন্থী সংশ্লিষ্টতার সন্দেহ করছে রাজনৈতিক দলগুলো।

শনিবার ভোরে স্থানীয় মুসল্লিরা মাজার সংলগ্ন মসজিদে ফজরের নামাজ আদায় করতে এসে দেখতে পান মাজারের গ্রিল ভেঙে ফেলা হয়েছে এবং পাশের তিনটি কবর ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, এ মাজারে কখনোই কোনো শিরক বা অনৈতিক কার্যক্রম, এমনকি গান-বাজনাও অনুষ্ঠিত হয় না। এমনকি এ মাজারের কোনো খাদেমও নেই। পাশে একটি মসজিদ রয়েছে যেখানে মুসল্লিরা এসে নামাজ পড়ে। আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি ও নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী জানান, ঘটনাটি জানার পর আমি আশ্চর্য হই এবং নিন্দা জানাই। এ ধরনের ঘটনা যারা ঘটায় তারা কাপুরুষ। মূলত দেশকে সংঘাতের দিকে নিয়ে যেতে এবং নির্বাচনকে বানচাল করতে একটি সংঘবদ্ধ কুচক্রিমহল রাতার অন্ধকারে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। আমি প্রশাসনকে বলবো দ্রুত এদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য।

জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর জানান, এ ধরনের ঘটনা নেক্কারজনক। বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা আগামীর নির্বাচনকে বানচাল ও প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং এদের দ্রুত আইনের আওতায় না আনলে এরা এ ধরনের ঘটনা ঘটাতেই থাকবে।

উদিচির ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু জানান, অন্তবর্তী সরকার যদি এ ধরনের ঘটনা গুলির প্রথম থেকেই পদক্ষেপ নিতেন তবে এসবের পুনরাবৃত্তি ঘটতোনা।

সামনে নির্বাচন, আর নির্বাচনকে বানচাল এবং দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতেই উগ্রপন্থীরা এ ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। বিগত সময়েও দেখেছি বাউলদের ওপরে হামলা, সাংস্কৃতিক কর্মী ও সংগঠনের ওপরে হামলা

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। কে বা কারা করেছে তা এখনই বলা যাচ্ছেনা। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা দ্রুতই নেয়া হবে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি