image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চেক জালিয়াতি মামলায় বিএনপি নেতা হিরো গ্রেপ্তার

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, কালিহাতী (টাঙ্গাইল)

টাঙ্গাইলের কালিহাতীতে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোকে কে উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি গ্রামের মৃত ডা. আব্দুল মজিদের ছেলে মোজাম্মেল হক হিরো।

কালিহাতী থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক চেক জালিয়াতি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট রয়েছে।

গ্রেপ্তারের পর তাকে কালিহাতী থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার ইনচার্জ জে. এম. তৌফিক আজম বলেন, চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজকে সকালে তাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি