চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পানি দেওয়ার প্লাস্টিকের পাইপের ভেতর দিয়ে ফেনসিডিলের বিকল্প চকো প্লাস মাদক ঢুকাচ্ছে ভারত। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার আজমতপুর বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৮১/৯ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের পাইপ থেকে ১২৩ বোতল চকো প্লাস এসব মাদক উদ্ধার করা হয়। রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ সকালে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে উপজেলার আজমতপুর বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্ত পিলার ১৮১/৯ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৃষকের পানি দেওয়ার প্লাস্টিকের একটি পাইপ সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে বিজিবি সদস্যরা পাইপটি বিওপিতে নিয়ে আসার পর অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২৩ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস মাদক উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ বিষয়ে বিজিবির পক্ষ হতে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান এই অধিনায়ক।
সারাদেশ: ডিমলায় শাখা নদীগুলো মরা খালে পরিণত