image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

হাটহাজারীতে গ্রেপ্তার দুই যুবলীগ নেতা মহিউদ্দিন ও ফারুক

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে মো. মহিউদ্দিন (৩৬) ও মো.ফারুক (৩৮) নামের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গতকাল শনিবার সকালে দুজনকে আদালতে পাঠানো হয় বলে জানান হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান। এর আগে গত শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে শিকারপুর ইউনিয়ন এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মহিউদ্দিন উপজেলার শিকারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বাতুয়া এলাকার মৃত আবু তাহের মিয়ার পুত্র ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ফারুক একই ইউপির ৯নং ওয়ার্ডস্থ পশ্চিম কুয়াইশের ওসমান আলী মেম্বার বাড়ির মাহবুব আলমের পুত্র ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলাসহ একাধিক মামলা আছে বলে জানা গেছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি