image

চাটখিল প্রেসক্লাবের কমিটি গঠিত সভাপতি হাবিব, সাধারণ সম্পাদক সৈকত

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিল প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার দুপুরে চাটখিল প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় ঐতিহ্যবাহী চাটখিল প্রেসক্লাবের সুনাম অক্ষুন্ন রাখা, উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৬-২০২৭ইং সালের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কার্যকরী কমিটির কর্মকর্তারা হচ্ছেন, সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব (দৈনিক সংবাদ), সহ-সভাপতি জসিম মাহামুদ (দৈনিক কালের কন্ঠ), সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত (দৈনিক সমকাল), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমত উল্লাহ (দৈনিক দিনকাল), অর্থ সম্পাদক মো. মনির হোসেন (দৈনিক খবর), দপ্তর সম্পাদক আসাদুল্লাহ গালিব রুবেল (দৈনিক জনকণ্ঠ)। কার্যকরি কমিটির সদস্যরা হলেন দ্বীন মোহাম্মদ (দৈনিক স্বাধীনমত), মামুন হোসেন (দৈনিক মানবজমিন), সাঈদ মোহাম্মদ তুষার (দৈনিক স্বদেশ প্রতিদিন)।

সভা শেষে সভাপতি মো. হাবিবুর রহমান উপস্থিত সাংবাদিকদের নিকট কৃতজ্ঞতা জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মাঠ ভরে ফসলে, ঘর ভরেনি স্বস্তি আদিবাসী নারীর বেদনার দিনলিপি

» আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সম্প্রতি