জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ২৪ ঘন্টার ব্যবধানে আবারও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার, (২৮ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার উচনা (ঘোনাপাড়া) সীমান্তে ২৮১ মেইন পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের এ ঘটনা ঘটে। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষের মাঝে আতংক বিরাজ করছে। এ বেড়া নির্মাণে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। এর আগেও গতকাল শনিবার ভোরে বিএসএফ সদস্যরা একই এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি সদস্যরা বাধা দেন। পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেয়ার আশ্বাস দেয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানায় বিজিবি।
স্থানীয়রা জানান কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে দেন।
বিজিবি জানায়, সীমান্তে বেড়া নির্মাণের খবর জানতে পেরে বিজিবি সদস্যদের তৎপরতায় কাজ বন্ধ হয়েছে। সোববার দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা করা হবে।
অর্থ-বাণিজ্য: নানা সংকটে ৫০ টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে: বিটিএমএ
অর্থ-বাণিজ্য: শুরুতে বড় উত্থান হলেও শেষ পর্যন্ত পতন শেয়ারবাজারে
অর্থ-বাণিজ্য: ডিএসইতে প্রথম নারী এমডির যোগদান
অর্থ-বাণিজ্য: চলতি বছর বিশ্ববাজারে তেলের দাম কমেছে প্রায় ২০ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে আসছে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি
বিজ্ঞান ও প্রযুক্তি: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসছে ছবি সম্পাদনার সুবিধা