image
ছবি: সংগৃহীত

বড়লেখায় দুই ভাই খুন, তদন্তে পুলিশ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
জেলা বার্তা পরিবেশক, মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলায় খুন হয়েছেন দুই ভাই। এঘটনায় আহত প্রতিপক্ষ জমির উদ্দিনকে পুলিশ হেফাজতে নিয়েছে। ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে। রোববার, (২৮ ডিসেম্বর ২০২৫) নিহতদের ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন- বিওসি কেছরিগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৬) ও আব্দুল কাইয়ুম (৪৯)।

এ ঘটনায় আহত এবং পুলিশ হেফাজতে চিকিৎসাধীন থাকা মো. জমির উদ্দিন একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। গুরুতর আহত অবস্থায় জমির উদ্দিনকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানে তার অবস্থার অবনতি হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামাল হোসেন ও আবদুল কাইয়ুমের সঙ্গে প্রতিবেশী জমির উদ্দিনদের জমি-জমা নিয়ে, পুরোনো খুনের ঘটনায় পূর্ববিরোধ রয়েছে। এর জেরে শনিবার বিকালে দুই পক্ষের মধ্যে ঝগড়া লাগে। এই ঝগড়ার এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় জামাল উদ্দিন (৫৬) ও আব্দুল কাইয়ুম (৪৯) গুরুতর আঘাতে ঘটনাস্থলে নিহত হন। এসময় জমির উদ্দিন গুরুতর আহত হন। নিহত জামাল ও কাউয়ুম দুই ভাই এবং জমির উদ্দিন প্রতিপক্ষের লোক।

নিহত জামাল উদ্দিন সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিনের এপিএস এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মেহেদী হাসান কবীরের পিতা। নিহতদের পারিবারিক সুত্রে জানা গেছে, জামাল উদ্দিন ৬ মাস আগে প্রবাস থেকে দেশে আসেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছে, বিবাদমান দুই পক্ষের মধ্যে বিরোধ পুরোনো। বেশ কয়েক বছর আগে জমির উদ্দিনের ভাগ্নে জালাল উদ্দিন হত্যার ঘটনায় উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছে। জালাল উদ্দিন হত্যা মামলায় শনিবারের ঘটনায় নিহত আব্দুল কাইয়ুম ১ নম্বর আসামি ছিলেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান রোববার সংবাদকে বলেন, এ ঘটনায় আহত জমির উদ্দিনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে এবং এ মামলায় তাকে আটক করা হয়েছে। জমির উদ্দিন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন আছে। সে সুস্থ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।

‘সারাদেশ’ : আরও খবর

» মাঠ ভরে ফসলে, ঘর ভরেনি স্বস্তি আদিবাসী নারীর বেদনার দিনলিপি

» আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সম্প্রতি