আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, আত্রাই (নওগাঁ)

নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল ফকিরকে (৫৫) গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার লাকবিরি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল জলিল ফকির ওই গ্রামের মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে এবং সে ভোঁপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। সম্প্রতি আত্রাই থানায় সন্ত্রস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় উজেলার লাকবিরি গ্রামের আব্দুল জলিল ফকিরকে গ্রেফতার করা হয়। তিনি দাবি করে বলেন, গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিজয় মিছিল করে। এঘটনায় ওই রাতেই থানায় পুলিশের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় জরিত থাকার অভিযোগে আব্দুল জলিল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» মাঠ ভরে ফসলে, ঘর ভরেনি স্বস্তি আদিবাসী নারীর বেদনার দিনলিপি

সম্প্রতি