image

লাউয়াছড়া বনাঞ্চল আজ চরম পরিবেশ সংকটে

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, শ্রীমঙ্গল

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের অন্যতম সংরক্ষিত বনাঞ্চল লাউয়াছড়া জাতীয় উদ্যান বর্তমানে চরম পরিবেশগত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দখলদারিত্ব, অবৈধ স্থাপনা, নির্বিচারে বন উজাড়, অনিয়ন্ত্রিত পর্যটন এবং সড়কজনিত ঝুঁকিতে এ বনাঞ্চল আজ অস্তিত্ব সংকটে ভুগছে। স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী ও প্রত্যক্ষ পর্যবেক্ষণে জানা যায়, এক শ্রেণীর ধনাঢ্য প্রভাবশালী গোষ্ঠী দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বনভূমি দখল করে সেখানে চা বাগান, রিসোর্ট, আনারস, লেবু, কাঁঠালসহ বিভিন্ন ফলজ বাগান গড়ে তুলছে। পাশাপাশি নির্মাণ করা হচ্ছে স্থাপনা ও বসতি। এর ফলে সংরক্ষিত বনাঞ্চলের স্বাভাবিক বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একসময়ের ঘন সবুজ বনভূমি আজ ধীরে ধীরে উজাড় হয়ে পড়ছে। বনভূমি ধ্বংস ও আবাসস্থল হারানোর কারণে বন্যপ্রাণী ও পাখিরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত দখল, গাছ কাটা এবং অতিরিক্ত মানব হস্তক্ষেপ লাউয়াছড়া বনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। এতে বনভিত্তিক প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়ছে।

এদিকে লাউয়াছড়া বনাঞ্চলের ভেতর দিয়ে নির্মিত শ্রীমঙ্গল–ভানুগাছ সড়ক বন্যপ্রাণীর জন্য আরেকটি বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচলের সময় অনেক পশু-পাখি সড়ক পার হতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে মারা যাচ্ছে। পরিবেশকর্মীদের ভাষ্য অনুযায়ী, এই সড়কটি কার্যত বনের প্রাকৃতিক করিডোর ভেঙে দিয়েছে, যার ফলে প্রাণিকুল দ্রুত হ্রাস পাচ্ছে। বন উজাড় ও খাদ্য সংকটের প্রত্যক্ষ প্রভাব হিসেবে সাম্প্রতিক সময়ে অজগরসহ বিভিন্ন বিষধর সাপ ও অন্যান্য বন্যপ্রাণী লোকালয়ে ঢুকে পড়ছে।

গ্রামাঞ্চলের বসতবাড়ি, উঠান ও গৃহস্থালিতে এসব প্রাণী ধরা পড়ার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। খাদ্যের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে চলে আসায় মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘাতও বাড়ছে, যা উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পরিবেশবিদ ও সচেতন মহলের মতে, এই পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্বল নজরদারি এবং আইনের যথাযথ প্রয়োগ না হওয়াই আজকের সংকটের মূল কারণ। তারা মনে করেন, অবিলম্বে বনভূমি দখল বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণ, সড়কে বন্যপ্রাণী সুরক্ষায় কার্যকর ব্যবস্থা এবং শক্তিশালী নজরদারি নিশ্চিত না করলে লাউয়াছড়া জাতীয় উদ্যান অচিরেই তার প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পূর্ণভাবে হারাবে।

স্থানীয় সূত্র, পরিবেশ বিশেষজ্ঞদের মতামত, প্রত্যক্ষ পর্যবেক্ষণ এবং বিভিন্ন সময়ে প্রকাশিত গণমাধ্যম প্রতিবেদন বিশ্লেষণে স্পষ্ট—লাউয়াছড়া বন আজ বাস্তব ও চলমান পরিবেশ সংকটের মুখোমুখি। এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বন শুধু স্মৃতিতেই রয়ে যাবে—এমন আশঙ্কাই প্রকাশ করছেন সচেতন মহল।

‘সারাদেশ’ : আরও খবর

» মাঠ ভরে ফসলে, ঘর ভরেনি স্বস্তি আদিবাসী নারীর বেদনার দিনলিপি

» আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সম্প্রতি