আমতলী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি
আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর আমতলী উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার সভাপতি এবং দৈনিক সংবাদ-এর আমতলী উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাদবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নির্বাচনে মোট ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে পরিতোষ কর্মকার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. জয়নুল আবেদীন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে এইচ এম কাওসার মাদবর বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. ফখরুদ্দিন তহসিন। নির্বাচনে সহ-সভাপতি পদে ইকবাল তালুকদার ও মো. বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক পদে ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে মো. মাছুম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন সিকদার। এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা। নবনির্বাচিত নেতৃবৃন্দ আমতলীতে পেশাদার সাংবাদিকতা, ঐক্য ও সংগঠনের মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনীতি: এনসপি থেকে যারা পদত্যাগ করেছেন
অর্থ-বাণিজ্য: নানা সংকটে ৫০ টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে: বিটিএমএ
অর্থ-বাণিজ্য: শুরুতে বড় উত্থান হলেও শেষ পর্যন্ত পতন শেয়ারবাজারে
অর্থ-বাণিজ্য: ডিএসইতে প্রথম নারী এমডির যোগদান
অর্থ-বাণিজ্য: চলতি বছর বিশ্ববাজারে তেলের দাম কমেছে প্রায় ২০ শতাংশ
বিজ্ঞান ও প্রযুক্তি: বাজারে আসছে নতুন স্মার্টফোন অনার এক্স৯ডি