image

আমতলী সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি

সভাপতি পরিতোষ, সাধারণ সম্পাদক কাওসার মাদবর

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, আমতলী (বরগুনা)

আমতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর আমতলী উপজেলা প্রতিনিধি পরিতোষ কর্মকার সভাপতি এবং দৈনিক সংবাদ-এর আমতলী উপজেলা প্রতিনিধি এইচ এম কাওসার মাদবর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নির্বাচনে মোট ২০ জন ভোটারের মধ্যে ১৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে পরিতোষ কর্মকার নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. জয়নুল আবেদীন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে এইচ এম কাওসার মাদবর বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. ফখরুদ্দিন তহসিন। নির্বাচনে সহ-সভাপতি পদে ইকবাল তালুকদার ও মো. বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. রাশিমুল হক রিমন, অর্থ সম্পাদক পদে ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে পিএম সাজ্জাদ হোসাইন শরীফ, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে মো. মাছুম বিল্লাহ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিথুন কর্মকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন সিকদার। এর আগে আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন সিকদারের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা। নবনির্বাচিত নেতৃবৃন্দ আমতলীতে পেশাদার সাংবাদিকতা, ঐক্য ও সংগঠনের মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মাঠ ভরে ফসলে, ঘর ভরেনি স্বস্তি আদিবাসী নারীর বেদনার দিনলিপি

» আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সম্প্রতি