ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার দ্রুত বিচারের দাবিতে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা।
রোববার বিকাল ৩টার দিকে সাইনবোর্ড এলাকায় বাঁশ ও কাঠ ফেলে এ অবরোধ শুরু করা হয়। হাদি হত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে কয়েকজন মহাসড়কের ওপর বসে পড়েন বিক্ষোভকারীরা।
এতে দেশের ব্যস্ততম এ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সদস্য জাবেদ আলাম বলেন, "হাদির উপর হামলার বিচার সারা দেশের মানুষ চায়। সেই বিচার দ্রুত করার দাবিতেই আজ সবাই এখানে ব্লকেড কর্মসূচিতে আছি।"
অবরোধে এনসিপি ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল শুরু থেকেই ঘটনাস্থলে বিক্ষোভকারীদের নিভৃত করার চেষ্টা করলেও তারা সফল হননি।
পৌনে চারটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন সাইনবোর্ড এলাকায় আসেন এবং অবরোধকারীদের সঙ্গে আলাপ করে সড়ক ছেড়ে দিতে আহ্বান জানান। কিন্তু বিক্ষোভকারীরা তখনো মহাসড়ক ছাড়তে রাজি হননি এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।