image

ছিন্নমূল মানুষের মাঝে এসিল্যান্ডের কম্বল বিতরণ

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, মানিকগঞ্জ

হাড়কাঁপানো শীতে গতকাল রোববার দিবাগত রাতের আঁধারে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা উপজেলার হাটবাজার, রাস্তা ঘাটে ভাসমান,শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করে প্রশংসায় ভাসছেন তিনি। এদিকে তীব্র শীত থেকে বাঁচতে গ্রামীণ জনপদে মানুষ কাঠের লাকড়ি জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে একটু উষ্ণতা খোঁজার চেষ্টা করছেন।

এই কনকনে শীতের রাতে জুবুথুবু হয়ে বসে ছিলেন পঞ্চাশোর্ধ এক বাজারের নৈশ্য প্রহরী ।কোন মতে ডাল ভাত খেয়ে সংসার চালাচ্ছেন।গরম কাপড় (কম্বল) কেনার মতন টাকা নাই।কম্বল গায়ে জড়িয়ে দিতেই আনন্দে হেসে দিয়ে বলেন,আল্লাহ আপনাদের মঙ্গল করবেন। এই সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.খলিলুর রহমান মোল্লাহ,সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,দৈনিক সংবাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান,প্রশাসনিক কর্মকর্তা আবু রাহাত, মো. মিজানুর রহমান।

সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। বিশেষ করে ভাসমান,শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এলাকায় ঠা-াজনিত রোগের প্রাদুর্ভাবও দেখা দিয়েছে। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঠান্ডা থেকে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত গরম কাপড়ের ব্যবস্থা করা, ধুলাবালি থেকে দূরে থাকা, পর্যাপ্ত পানি পান করা, গরম ও টাটকা খাবার খাওয়া, ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খেলে চলতি মৌসুমে শীত জনিত রোগবালাই অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব বলে জানান তিনি।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে উপজেলার ৯টি ইউনিয়নের ভাসমান, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে ১৯৭০ টি কম্বল বিতরণ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি