image
ছবি: সংগৃহীত

খোকসায় বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, খোকসা (কুষ্টিয়া)

কুষ্টিয়ার খোকসায় কৃষকের কাছে বস্তাপ্রতি ৫৩০ টাকা বেশি দামে সার বিক্রি করায় বিএডিসি’র এক ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে খোকসা বাজারের প্রধান সড়কের মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিম জাহান। তিনি ভুক্তভোগী কৃষকের অভিযোগ শোনেন। ডিএপি সারের নির্দ্ধারিত মূল্য ১০৫০ টাকা প্রতিবস্তা। কিন্তু ডিলার হাজী মো. আবু মুছা আশারী ওরফে আশাক কৃষকের কাছ থেকে প্রতিবস্তা সারের দাম রাখেন ১৫৮০ টাকা। কৃষকের অভিযোগের প্রমান মেলায় ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

আদালত সূত্র জানায়, সংকট সৃষ্টি করে কৃষকের কাছ থেকে বস্তাপ্রতি ৫৩০ টাকা অতিরিক্ত মূল্য রাখায় কৃষি বিপণন আইনের ২০১৮-১৯ (ড) ধারায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক রাশেদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তিনি ওই সার ব্যবসায়ীর কাছ থেকে তিন বস্তা ডিএপি (সৌদি) সার খরিদ করেন। ব্যবসায়ী তার কাছ থেকে প্রতিবস্তা ১৫৫০ টাকা দরে ৪ বস্তা সারের দাম রাখে ৬২০০ টাকা। কৃষককের হাতে ৪৬৫০ টাকা স্লিপ ধরিয়েদেন। এ সময় কৃষকের পরিচিত জনরা এগিয়ে এসে সারর দাম জানতে চাইলে তাকে (কৃষককে) এবার ৩১৫০ টাকার একটি ক্যাশ মেমো দেয়া হয়।

কৃষক আরও জানায়, তার পরিচিতজনদের মাধ্যমে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানায়। পরে একজন ম্যজিস্ট্রেট এসে অভিযোগের সত্যতা পেয়ে ব্যবসায়ীকে জরিমানা করে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার