image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

পলাশে মাদকের বিরুদ্ধে অভিযানে ৫ জনকে অর্থ ও কারাদন্ড

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

পলাশ উপজেলা প্রশাসন মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। একের পর এক মোবাইল কোর্ট পরিচালনা করে প্রশাসন গতে সাতদিনে ৫ জন মাদকসেবীকে অর্থ ও কারাদন্ড দিয়েছে। এতে পলাশবাসী প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছে।তিনটি মোবাইল কোর্টই পরিচালনা করেন পলাশের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খান সাথে ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পলাশের চৌকশ একটি পুলিশের দল।

প্রশাসনের মোবাইল কোর্ট অভিযানে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় চরসিন্দুর বাজার ও কাউয়াদী এলাকায় মাদকের বিরুদ্ধে ২টি মামলায় ২ জনকে অর্থদন্ড একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।একই গত ২৬ ডিসেম্বর সন্ধ্যার সময় ঘোড়াশাল রেলস্টেশনের পশ্চিমপাশের খেলার মাঠে পলাশের এসি ল্যান্ড(ভূমি) ও ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নরসিংদী ‘ক’ সার্কেলের উপ-পরিদর্শক স্টাফসহ একটি টিম সেলিম নামে একজনকে মাদক সেবন ও সংরক্ষণ করার জন্য একমাসের কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়। চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিতায় গত ২৮ ডিসেম্বর পলাশের জিনারদী বাজার এলাকা হতে ২টি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় ২ জনকে একমাসের কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেন।

এবিষয়ে পলাশ উজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকীন মাশরুর খান বলেন, প্রশাসন মাদক, সন্ত্রাস ও আইন শৃঙ্খলা নিয়ে জিরো টলারেন্স। কোনভাবেই এসব অপকর্মের যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবেন। প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান চলমান থাকবে। তবে এ ব্যপারে পরিবার ও জনগণকে আমাদের পাশে থাকতে হবে। কারণ এসব কুকর্মে জড়িতরা সমাজে বিভিন্ন অপরাধে জড়িত থেকে সমাজকে ধ্বংস করছে। তাই তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার