তীব্র শীত আর ঘন কুয়াশার কারনে সিরাজগঞ্জে বোরো বীজতলা ক্ষতির মুখে পরার আশংকা করছে কৃষকরা। ইতিমধ্যেই কোন কোন এলাকার বোরো চারা বিবর্ন হয়ে গেছে বলে জানা গেছে।
এ অবস্থায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাজ। কোল্ড ইনজুরি দেখা দিলে বোরো মৌসুমে জেলায় চারার সংকট ও মূল্য বৃদ্ধির আশংকা করছেন কৃষকরা। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে জেলায় ১লাখ ৪১ হাজার ৭৫৫ হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এর জন্য ৮ হাজার ৯৬০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই ৬৫০০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি গ্রামের কৃষক আহসান আলী বলেন তীব্র শীত ও ঘন কুয়াশার কারনে আমার বীজ তলা নিয়ে চিন্তায় আছি। শীত ও কুয়াশা বেশিদিন থাকলে কোল্ড ইনজুরীতে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় কৃষিবিভাগের পরামর্শে বীজতলা সালফার জাতীয় সার স্প্রে করা হয়েছে। এছাড়াও জমিতে পানিসেচ এর ব্যবস্থা ও পলিথিন দিয়ে বীজ তলা ঢেকে রাখায় ক্ষতি অনেকটাই কমেছে।
উল্লাপাড়া উপজেলার ঘাটিনা গ্রামের কৃষক আব্বাস আলী জানান, আমি প্রায় ২৪ শতক জমিতে চারা তৈরি করেছি গত কয়েকদিন যাবৎ তীব্র শীত ও ঘন কুয়াশা নিয়ে চিন্তায় আছি। তিনি জানান এ অবস্থা থকলে চারা মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আমাদের ক্ষতির মুখে পরতে হবে।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, গত কয়েক দিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশা শুরু হয়েছে । আর এ থেকে বোরো বীজতলা রক্ষার জন্য কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে। বীজতলায় সকালে রশি টেনে শিশির ঝরানো, বিকালে পানি দেয়া এবং সকালে বের করে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। তাছাড়া প্রয়োজনে ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শও দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে সিরাজঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান শৈত প্রবাহের কারনে বীজতলায় এর প্রভাব পরতে পারে। আমরা ইতিমধ্যেই বীজতলা রক্ষার জন্য কৃষকদের সালফার জাতীয় সার স্প্রে করার পরামর্শ দিয়েছি।
তাছাড়াও বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেয়াসহ বীজতলায় বিকালে পানি দিয়ে সকালে বের করে দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউটিউবে নতুন ফিচার ‘ইয়োর কাস্টম ফিড’
বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার
সারাদেশ: শ্রীমঙ্গলে অবৈধ মাটি কাটায় জরিমানা