আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। তবে এ দুই আসনে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ মোট ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। একইভাবে চুয়াডাঙ্গা-২ আসনেও বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ আরও ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিল শেষে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ও শরীফুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিন ও মাসুদ পারভেজ রাসেল বলেন, ২৪-এর চেতনায় একটি নতুন বাংলাদেশ গড়তে জনগণের রায়ে বিজয়ী হলে ক্ষুধামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবেন। একই সঙ্গে তারা দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় দৃঢ় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এ বিষয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন জানান, সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউটিউবে নতুন ফিচার ‘ইয়োর কাস্টম ফিড’
বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার
সারাদেশ: শ্রীমঙ্গলে অবৈধ মাটি কাটায় জরিমানা