কক্সবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়ে মারা গেছেন মাসুদ (৩৮) নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগকর্মী। সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ দিবাগত রাতে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত বৃহস্পতিবার মধ্যরাতে শহরের লাইটহাউস এলাকায় সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। এ ঘটনায় মেহেদী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে লাইটহাউস এলাকার সন্ত্রাসী জাহেদের নেতৃত্বে চার–পাঁচজনের একটি দল মাসুদের ওপর হামলা চালায়। স্বেচ্ছাসেবক লীগের এই কর্মীকে লক্ষ্য করে তাঁরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অর্থ-বাণিজ্য: ৩ বিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: বড় কোম্পানির বাজার মূলধন কমেছে ২১ হাজার কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার