বাগেরহাট সদর উপজেলার পারনওয়া পাড়া এলাকার একটি মাছের ঘের থেকে মিলন শেখ (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ রোববার সকাল ১০ টার দিকে মিলনের মৃতদেহ উদ্ধার করে। মৃত মিলন শেখ সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া এলাকার মৃত সায়েদ আলী শেখের ছেলে। লাশ উদ্ধারসহ লাশের সুরতহাল রিপোর্ট তৈরীকারী বাগেরহাট সদর মডেল থানার এসআই সুজয় পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে জানান, মিলন শেখ পার নওয়াপাড়া গ্রামে তাদের নিজস্ব জমিতে মাছ চাষের পাশাপাশি সবজী চাষ করে। প্রতিদিনের ন্যায় শনিবার রাতে সে মাছের ঘেরে পাহারা দিতে আসে। রবিবার সকালে যথানিয়মে সে বাড়িতে না যাওয়ায় তাকে খোজ করতে ঘেরে এসে স্বজনরা দেখতে পায় ঘেরের মধ্যে ভাসমান অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের ধারনা রাতে ঘেরের মধ্যে পড়ে অতিরিক্ত ঠান্ডায় সে মারা যায়। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারন জানা যাবে বলে জানান এসআই সুজয়।
রামপালে অবৈধ উপায়ে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্তেও অবৈধ উপায়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে বাগেরহাটের রামপাল উপজেলায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রাপ্ত তথ্যানুযায়ী গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদারকে (৪৫) অভিযুক্ত করা হয়। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রেজাউলকে এ অর্থদন্ড প্রদান করেন। ম্যাজিষ্ট্রেট অভিজিৎ চক্রবর্ত্তি বলেন বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ড্রেজার মালিক রেজাউল কে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। তিনি বলেন এমন অভিযান চলমান রয়েছে। তথ্য দিয়ে সবাইকে সহযোগীতার অনুরোধ করেন তিনি।
অর্থ-বাণিজ্য: ৩ বিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার