কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার আট দিন পার হলেও প্রভাবশালীদের চাপ ও হুমকির মুখে থানায় মামলা করতে পারেনি ভুক্তভোগী পরিবারটি। বর্তমানে গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত এবং লোকলজ্জা ও ভয়ে ভুক্তভোগী পরিবার-উভয় পক্ষই গোপনে থাকায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
গতকাল রোববার বিকালে রসুলপুর ইউনিয়নের গোপালনগর সিঙ্গাপুর মার্কেটের সামনে অভিযুক্ত আরমান হোসেন ভূঁইয়ার বিচার ও দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর বিকালে মক্তব থেকে ফেরার পথে শিশুটিকে ফুঁসলিয়ে একটি নির্জন নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে আরমান হোসেন ভূঁইয়া (১৭)।
অভিযুক্ত আরমান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ভূঁইয়ার ছেলে। ঘটনার পর শিশুটি যন্ত্রণায় কাতরালেও প্রভাবশালীদের বাধার কারণে দুই দিন তাকে হাসপাতালেও নিতে পারেনি পরিবার। পরে ২৩ ডিসেম্বর রাতে এক প্রতিবেশীর সহায়তায় তাকে কুমিল¬া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্র তিন লক্ষ টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পরিবারটিকে মামলা না করতে অনবরত হুমকি দেওয়া হচ্ছে, যার ফলে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সমাজকর্মী বুলবুল আহমেদ চৌধুরী, মাওলানা কাজী হাসান আহমাদ ও ছাত্রশক্তি নেতা শামছুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা হুঁশিয়ারি দেন যে, দ্রুত অপরাধীকে আইনের আওতায় না আনলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তবে তাদের বাড়িতে তালা ঝুলছে এবং মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় আইনি প্রক্রিয়া শুরু করতে বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ স্বপ্রণোদিত হয়ে বিষয়টি তদন্ত করছে।
অর্থ-বাণিজ্য: ডিসেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স এসেছে ৩৩ হাজার কোটি টাকা
বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার
সারাদেশ: শ্রীমঙ্গলে অবৈধ মাটি কাটায় জরিমানা