image
ছবি: সংগৃহীত

সরকারি বন্দোবস্তকৃত জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড

সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
প্রতিনিধি বটিয়াঘাটা (খুলনা)

খুলনার বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত নদী ভরাটী পশুরের ৬০ বিঘা জমি সরকারী ভাবে ভূমিহীনদের বরাদ্দ দেয়া সত্বেও কতিপয় ব্যক্তি উক্ত জমি নিজেদের নামে রেকর্ড করে নেওয়ায় বিপাকে পাড়েছে ২৫টি পরিবার। প্রায় এক যুগ আগে ২৫টি পরিবারকে সরকারী ভাবে উক্ত ৬০ বিঘাজমি বন্দোবস্ত দেয়া হয়। সেখান থেকে ঐ পরিবারগুলো ঐ জমিতে বসবাস করে আসছেন। কিন্তু এলাকার প্রভাবশালী একটি মহাল ঐ জমিকে নিজেদের জমি দাবী করে রেকর্ড করে পরিবারগুলোকে উচ্ছেদের পায়তারা করছে। ভূমিহীন পরিবারগুলো ২০১৩ সালের পর থেকে ঐ বন্দোবস্তকৃত জমি নিজেদের নামে রেকর্ড করার চেষ্টা করেও পারেনি। ইতোমধ্যে আরএস জরিপে ঐ জমি ব্যক্তি মালিকানায় রেকর্ড করে নেয়। বিষয়টি বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও এসি ল্যান্ডের আশু হস্তক্ষেপ কামনা করছেন বন্দোবস্ত প্রাপ্ত ২৫টি পরিবার।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: চ্যাটজিপিটিতে ভয়েস ব্যবহার